Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৭ শিক্ষক

Bayzid Saad
ডিসেম্বর ৯, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান, স্টাফ রিপোর্টারঃ

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৭ শিক্ষক স্থান পেয়েছেন।

সম্প্রতি সংস্থাটি ২০২১ সালের গবেষণার উপর ভিত্তি করে ২০২২ সালের জন্য বিশ্বের সেরা ১০,০০০ গবেষকদের নাম প্রকাশ করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১,৮৪৯ জন স্থান পেয়েছেন। তবে এর আগে প্রকাশিত তালিকায় ৭৮৮ জন গবেষক তালিকায় স্থান পান।

তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন মোঃ মতিয়ার রহমান, আব্দুল মান্নান খান, মোঃ জাহিদুল ইসলাম সোহাগ, মোঃ কামরুজ্জামান, মোঃ নাজমুল হক, দীপংকর কুমার ও মোঃ মতিউর রহমান।

তাদের মধ্যে এডির এই গবেষক বিচারের শুরু থেকেই বিশ্বসেরা গবেষকদের তালিকায় নাম পাওয়া কৃষি বিভাগের শিক্ষক ড. মোঃ জাহিদুল ইসলাম সোহাগ।

তিনি বলেন, আমি আমেরিকা, চায়না, জার্মানিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কৃষি বিষয়ে গবেষণা করে আসছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত সুবিধা না থাকায় দেশে বসে অনেকাংশে পিছিয়ে পরতে হয়। শীঘ্রই আমেরিকায় গিয়ে আবারও গবেষণার কাজ শুরু করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব নবধারা কে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন বিশ্বমানের গবেষণা করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করছি, এটি দেখে অন্যান্য শিক্ষক উৎসাহিত হবেন।

প্রসঙ্গত, বিশ্বের ২১২ দেশের ১৪ হাজার ১২৪ টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এতে সাত লাখ দশ হাজার ৬৫২ জন গবেষক স্থান পেয়েছেন।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।