Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস পালিত

Bayzid Saad
ডিসেম্বর ৯, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের সমাজ গড়ি, প্রতিপাদ্য কে সামনে রেখে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে জয়িতা সন্মাননা প্রদান, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের উপজেলা সভাপতি নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা মিলি, রামপাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, রামপাল দুর্নীতি দমন কমিশন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আকবর আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পেড়িখালি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, উজড়কুড় ইউপি চেয়ারম্যান সরদার বোরহান উদ্দিন জেড প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে বিভিন্ন মূল্যায়নে পাঁচজন জয়িতাকে সম্মাননার স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।