জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ সকালে শহরের বঙ্গবন্ধু সাংস্কৃতির জোটের কার্যালয়ে কেক কাটে শিল্পীরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দীপু,সাধারন সমাপাদক এ্যাড: মাহাবুবুর রহমান,সাংবাদিক শেখ মোস্তফা জামান, শফিকুর রহমান টুটুল,বিউটি বিশ্বাস, মাসুম শেখসহ কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।