Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড!

Bayzid Saad
ডিসেম্বর ১৪, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে স্ত্রী সানিয়া বেগম কে হত্যার দায়ে স্বামী গাউচ মীনা (৪০) কে ফাঁসির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো. মাহরুফ হোসাইন সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই ফাঁসির রায় ঘোষণা করেন।

এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি গাউচ মীনা নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল (উত্তর পাড়া) গ্রামের মৃত- খবির মীনার ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, আসামি গাউচ মীনার সাথে ২০১১ সালের মার্চ মাসে ইডলামী শরিয়ত মোতাবেক সোনিয়া বেগমের বিয়ে হয়। গাউচ মীনা ও তার মা সাহিদা বেগম বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সোনিয়ার ওপর নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে সোনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় স্বামী গাউচসহ সাহেদাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়। মোট ১৬ জনের স্বাক্ষ্য শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় গাউচ মীনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।