Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Bayzid Saad
ডিসেম্বর ১৬, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভার, সদর উপজেলা পরিষদ, নড়াইল প্রেসক্লাব, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিলো রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বদ্ধভূমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পুরাতন বাসটার্মিনাল এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা জজ আদালত সংলগ্ন ৭১ এর বদ্ধভূমি ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিযামে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনেরপক্ষ থেকে কুজকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। এর পর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ্বতী শীল, পৌর সচিব ওহাবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। মুক্তিযোদ্ধা নেৃতবৃন্দ, শিল্পী, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।