Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ভুয়া মহিলা পুলিশ আটক !

Bayzid Saad
ডিসেম্বর ২১, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

খালিদ বীন নাসির ,ফকিরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে পোশাক পরিহিতা ভুয়া মহিলা পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।  ফকিরহাটে পুলিশের পোষাক পরিধান করা এবং পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে নাসরীন খাতুন (৩৮) নামের এক প্রতারককে আটক করেছেন মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুভদিয়া ফাঁড়ি পুলিশ তাঁকে আটক করে ফকিরহাট মডেল থানায় সোপর্দ করেন। আটক নাসরীন খাতুন ফকিরহাটের দেয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী শেখ এর কন্যা।

শুভদিয়া ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান,উক্ত মহিলা ঢাকার একটি ক্লিনিকে চাকুরী করে এবং সে মাঝে মধ্যে দেয়াপাড়া এলাকার একটি বাড়ীতে বিভিন্ন মহিলা এনে তাদের দিয়ে অনৈতিক ও প্রতারনার ফাঁদ পেতে অর্থ আদায় করতো। তার তিনটি বিবাহ ও একাধিক স্বামীও রয়েছে। ঘটনার দিন লোকমুখে খবর পেয়ে তিনি উক্ত মহিলাকে পুলিশের পোষাক সহ আটক করে থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত মহিলাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।