Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে লিজের জমির ফলন্ত টমেটো গাছ কেটে ফেলার অভিযোগ !

Bayzid Saad
ডিসেম্বর ২৪, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে লিজের জমির দু’শ টাকা পরিশোধে বিলম্বের জেরে উক্ত জমির ফলন্ত টমেটো গাছ (সকল ফসল) কেটে অসহায় কৃষকের অন্তত ষাট হাজার টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে মালিক পক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নগরকান্দি গ্রামে তুঘলকি/ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় মালিক পক্ষের বিরুদ্ধে মোল্লাহাট থানায় জিডি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক রিপন হাওলাদার।

জিডি/অভিযোগে প্রকাশ, নগরকান্দি গ্রামের দরিদ্র কৃষক রিপন হাওলাদার একই এলাকার লাজু বিশ্বাস গংদের একটি ছোট ঘেরের পাড় বার্ষিক দুই হাজার টাকায় লিজ নিয়ে সেখানে ২২০টি টমেটো গাছ রোপন/আবাদ করছেন। উক্ত গাছে অনেক ফল ধরেছে, যা কয়েকদিনের মধ্যে প্রথম দফায় বাজারে বিক্রি করা যেতো। জমির মালিক পক্ষ গত বৃহম্পতিবার বিকালে তাদের পাওনা দু’শ টাকার জন্য ওই কৃষককে জনসম্মূখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার জন্য উদ্ধত হয়। তখন উপস্থিত লোকজন ঠেকিয়ে দেয়। পরে ওই রাতেই মালিক পক্ষের লাজু বিশ্বাস (৩৮), তানভির বিশ্বাস (২১) ও ওবায়দুল বিশ্বাস (২৭) উক্ত কৃষকের ফলন্ত সকল টমেটো গাছ কেটে ফেলে। এঘটনার দৃষ্টান্ত মূলক বিচার ও ক্ষতিপুরণ দাবী করছেন ক্ষতিগ্রস্থ কৃষক রিপন হাওলাদার।

এ ঘটনায় সরেজমিনে গেলে লাজু বিশ্বাসের অনুপস্থিতিতে তার মা মমতাজ বেগম (৬৫) জানান, কয়েক বছর ধরে তাদের ঘেরের পাড়ে রিপন সবজি চাষ করে। এবার নিজের গাছ নিজে কেটে আমার ছেলে নামে মিথ্যা অভিযোগ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।