Nabadhara
ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কলেজ ছাত্রীকে হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও পথসভা

Bayzid Saad
ডিসেম্বর ২৭, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ 

পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স এর অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার শহরের ক্লাব রোডে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে  আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা আরিফার মৃত্যুর জন্য তার শ^শুর বাড়ির লোকদের দায়ী করেন। তারা বলেন, শশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। তাই তারা এক এক সময় এক এক রকম কথা বলে।
তারা এসময় অনন্যাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের বের করে তাদের কঠিন বিচার করেন।
মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।