শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯০০ সালে স্থায়ীভাবে স্বীকৃত লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ১২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শত শত ছাত্র-ছাত্রী ,শিক্ষক ও কর্মচারীরা কলেজ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করে ইতনার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে কলেজ চত্বরে এসে শেষ করে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্বা কাজী আকবার হোসেন কেক কেটে ১২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
পরে কলেজের মুক্ত মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার, সহকারি অধ্যাপক খান আমিরুল ইসলাম , শিক্ষক মাহাবুর রহমান প্রমুখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।