Nabadhara
ঢাকারবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মেহেদীর রং না মুছতেই পারিবারিক কলহের বলি হলো গৃহবধু !

Bayzid Saad
জানুয়ারি ২, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে কালিয়ায় মেহেদীর রং না মুছতেই পারিবারিক কলহের বলি হতে হলো এক গৃহবধুকে। বিয়ের মাত্র তিন মাস না পেরোতেই লাবিবা ফারহানা শ্রাবণী নামে সদ্য এস এস সিতে জিপিএ ৫ পাওয়া ঐ গৃহবধুর স্বামী হাসিবুর বিশ্বাস নির্মম নির্যাতনে শ্রাবণীকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারী (শনিবার) বিকালে উপজেলার যাদবপুর গ্রামে শ্রাবণীর স্বামীর বাড়ি । ঘটনার পর স্বামী হাসিবুর ও পরিবারে সবাই পালিয়েছে। পুলিশও নিহতের স্বজনরা জানায়, যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে এইস এস সির ছাত্র হাসিবুরের সাথে খুলনা জেলার তেরোখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে শ্রাবনীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে প্রেমে গড়ানোর বিষয়টি জানাজানি হলে উভয়ের পরিবারের সম্মতিতে তিনমাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পরে মাস দুই না যেতেই পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে হাসিবুর শ্রাবণীকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন শুরু করে। এরই এক পর্যায়ে শনিবার বিকালে শরীরের বিভিন্ন স্থানে হাসিবুরের এলোপাথাড়ি আঘাতে শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলে। সেখান থেকে অচেতন অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া নবধারা কে বলেন, এ ঘটনায় নিহতের স্বামীসহ অন্যান্যদের ধরতে চেষ্টার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।