Nabadhara
ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস -২০২২ পালিত।

Bayzid Saad
জানুয়ারি ৩, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি:

“মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই পাবেন সকল ভাতা“এই শ্লোগানকে সামানে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কচুয়ায় জাতীয় সমাজ সেবা দিবস-২০২২ পালিত হলো। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা শেখ তন্ময় মিলণায়তনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সর্ব প্রথমে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় । কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

সাংবাদিক ও সাবেক শিক্ষক সমীর বরন পাইকের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইসন চার্য মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হরপ্রসাদ মিস্ত্রী, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,শিক্ষা কর্মকর্তা,নির্বাচন কর্মকর্তা,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসাভাতা, ১০ জন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের আর্থিক সহায়তা ও ৪ জন ভিক্ষুককে আর্থিক সহায়তা সর্বমোট ১লক্ষ টাকা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।