Nabadhara
ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালো টাকার ছড়াছড়ির অভিযোগ এনে গোপালগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

Bayzid Saad
জানুয়ারি ৩, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

নির্বাচনের এক দিন আগে ভোটের শুষ্ঠু পরিবেশ নেই দাবী করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের তরুণ চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য সাইদুর রহমান খান রাঙ্গা।

সোমবার সন্ধ্যায় তার নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলন মোঃ সাইদুর রহমান খান রাঙ্গা বলেন, নিজড়া ইউনিয়নে ভোটের সুষ্ঠ কোন পরিবেশ নেই। পণ্য ক্রয়-বিক্রয়ের মতো ভোট কেনা বেচা হচ্ছে। সাধারণ মানুষ কালো টাকার কাছে বিবেক ঠিক রাখতে পারছেন না। কালো টাকা ও অসুস্থ প্রতিযোগিতায় আমার মতো একজন বিবেকবান মানুষ অংশ নিতে পারে না। তাই আমি আমার প্রার্থীতা স্থগিত করছি। তবে আগামীতে কালো টাকার প্রভাব মুক্ত পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণের ইচ্ছে পোষণ করেন তিনি। কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতে ইউনিয়নবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাঙ্গা।

এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সাইদুর রহমানের কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।