Nabadhara
ঢাকাসোমবার , ৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে রোভার স্কাউটদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Bayzid Saad
জানুয়ারি ৩, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধিঃ

বর্তমানে সারাদেশে শৈত্য প্রবাহের কারণে শীতার্ত মানুষদের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই শীত লাঘবের জন্য টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে রোভার স্কাউট এর পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের আশেপাশের এলাকার গরীব ও শীতার্ত মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল ও বিভিন্ন ধরনের গরম কাপড়। এসব শীতবস্ত্র পেয়ে এলাকার গরীব মানুষ অত্যন্ত খুশি। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেনের এর নির্দেশ ক্রমে শীতবস্ত্র বিতরণ করেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের রোবার স্কাউট লিডার প্রদীপ কুমার বিশ্বাস। এ সময় সহযোগিতা করেন, সিনিয়র রোভার মেট আবু তালহা ও অন্যান্য রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট। টুঙ্গিপাড়া রোভার স্কাউটের পক্ষ থেকে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রোভার স্কাউট লিডার প্রদীপ কুমার বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।