Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি, খোলা আকাশের নিচে পরিবার

Bayzid Saad
জানুয়ারি ৪, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউনিয়নের চরকালনা গ্রামের আবদুর রহমানের বসবাড়ি বিদুৎতের সর্ট সার্কিট থেকে আগুন ধরে পুড়ে ছাই হয়েছে । অগ্নিকান্ডে পরিবারটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে । স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার সদর লোহাগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মরহুম ছকু মোল্যার ছেলে আবদুর রহমান মোল্যার বসবাড়িতে গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিদুৎতের সর্ট সার্কিট থেকে আগুন ধরে কয়েক ঘন্টার মধ্যে বসবাড়ি পুড়ে ছাই হয়েছে।

আবদুর রহমান মোল্যার স্ত্রী মনোয়ারা বেগম নবধারা কে,আমার ঘরে থাকা নগত দুই লক্ষ পনর হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণ,৭ ভরি রুপা,জমির দলিল, ছেলে মেয়েদের স্কুল ,কলেজের সার্টিফিকেট, ব্যাংকের কাগজ পত্র ও বিভিন্ন ধরেন আসবার পত্র আগুনে পুড়ে ছাই হয়েছে। বর্তমানে পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে ।

লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি এবং পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।