কোটালীপাড়া প্রতিনিধিঃ
‘এত দিন কালে (শীতে) কষ্ট পাইছি। এহন আর কষ্ট থাকপে না। পুলিশের বড় সাব আমারে একটা কম্বল দিছে’। এ ভাবেই কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের সত্তরোর্ধ্ব আলেকজান বেগম।
স্বামী সন্তানহারা আলেকজান বেগম বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চিন্তে খায়।
গত মঙ্গলবার রাতে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে নিজ ঘরে ফেরার সময় তারাশী বাসস্ট্যান্ডে পৌছালে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম তাকে একটি কম্বল দেন। কম্বল পেয়ে আলেকজান বেগম আবেগআপ্লুত হয়ে পড়েন।
এই দিন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম কোটালীপাড়া উপজেলার তারাশী ও মহুয়া বাসস্ট্যান্ডের শতাধিক পথচারী ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার নিহাত আদনান তাইয়ান, খায়রুল আলম, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, এসআই কাজী একে আজাদ, আব্দুল করিম উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।