খালিদ বীন নাসির ,ফকিরহাট প্রতিনিধিঃ
কৃষিতে আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে ধানের চারা রোপন ও একই সময়ে একই জাতের ধান রোপন বিষয়ক সেমিনার বৃহস্পতিবার দুপুরে খাজুরা এলাকায় অনুষ্ঠিত হয়।
২০২১-২২ অর্থবছরের রবি মৌসুমের ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চাষ আবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমন্বয় চাষাবাদের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নসরুত মিল্লাতের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক বাগেরহাট জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোতাহার হোসেন,লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা, কাটাখালি প্রেসক্লাব সভাপতি এইচ এম নাসির উদ্দিন,কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ ,লাখপুরের সকল ইউপি সদস্য, কৃষক প্রতিনিধি কামাল হসেন। এ সময় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।