Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আসামী পলাতক

Bayzid Saad
জানুয়ারি ১৩, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করেছে কালাম খাঁ (৪১) নামে এক ভ্যান চালক। গত মঙ্গলবার সন্ধ্যার পরে সদর উপজেলার চরপুখরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সন্ধ্যার পরে পুখরিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলছিলো। সেখান থেকে ফেরার পথে শিশুটির পিছু নেয় একই গ্রামের ফকির খা’র ছেলে কালাম খা। পরে সে বাড়ি পৌছালে হঠাৎ করে লম্পট কালাম খা ঘরে প্রবেশ করে, এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কালামকে আটক করে।

পরে স্থানীয় গ্রাম্য মাতব্বররা সালিশ বৈঠক করে অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগীতা করে। এর পর  শিশুটির নানা নুরু মোল্লা সহ পরিবারের লোকজন বাড়িতে আসলে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি ও প্রসুতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।সে গোপালগঞ্জ সদর উপজেলার চরপুখরিয়া গ্রামের নুরু মোল্লা  তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

এ বিষয়ে  বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবারের লোকজন।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, শিশুটিকে শ্লীলতা হানি করা হয়েছে, আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।