Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রান্তিক জনগোষ্ঠির ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Bayzid Saad
জানুয়ারি ১৩, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠিকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাঁদের নিজ নিজ কর্মের মানোন্নয়নে ৫দিনব্যাপী সফট স্কীল প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক রতন কুমার হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,সমাজ সেবা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহম্মদ কামরুজ্জামান। জেলা সমাজ সেবা কর্মকর্তা রতন কুমার হালদার জানান, প্রশিক্ষণ কর্মশালায় প্রাস্তিকজন গোষ্ঠির ১৮০ জনকে পর্যায় ক্রমে ৩০ জন করে ৬ ব্যাচে ৫ দিন প্রশিক্ষণ চলবে। তবে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে আর্থিক সহায়ততা প্রদান করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।