নবধারা ডেস্কঃ
৭১’র রনাঙ্গনের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আহসান হাবিব আকনের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৫ জানুয়ারি) ঝালকাঠির নলছিটি উপজেলার করুয়াকাঠী তার গ্রামের বাড়িতে ৩ দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এছাড়াও তাঁর আত্মার শান্তি কামনায় স্থানীয় নলছিটি এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের পাশাপাশি নলছিটি শহরের বাড়িতে মহিলাদের উদ্যোগে তালিম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আহসান হাবিব আকন ২০২১ সালের ১৫ জানুয়ারি বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আকন নলছিটি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করুয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি সরকারি নলছিটি ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে দির্ঘদিন যবৎ কার্য নির্বাহী সদস্য হিসেবে যুক্ত ছিলেন। তিনি তাঁর নিজ গ্রাম করুয়াকাঠীতে অসহায় গ্রামবাসীর চিকিৎসা সেবার লক্ষ্যে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। এছাড়াও তিনি তাঁর জীবদ্দশায় বহু সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
তিনি ১৯৫২ সালের ২৬ শে সেপ্টেম্বর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ঐতিহ্যবাহী সুজাবাদ সংলগ্ন করুয়াকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আকনের প্রথম মৃত্যুবার্ষিকীতে নবধারা পরিবারের বিনম্র শ্রদ্ধা।
নবধারা/বিএস