Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠিতে ছেলেদের উপর রাগ করে আত্মহন‌নের জন্য নি‌জের কবর খুঁড়লেন বাবা

Bayzid Saad
মার্চ ২২, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ (স্বরূপকাঠি) পিরোজপুরঃ

স্বরূপকা‌ঠি উপ‌জেলার বল‌দিয়া ইউ‌পি‌তে আত্মহননের উ‌দ্দে‌শ্যে নি‌জের কবর খু‌ঁড়ে এলাকায় চাঞ্চল্য সৃ‌ষ্টি ক‌রে‌ছেন আল আ‌মিন।

আল আ‌মিন জানান, বিগত ৫/৬ দিন পূ‌র্বে পা‌রিবা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে স্ত্রী‌ লাইলী বেগম (৩৫) কে মারধর ক‌রেন তি‌নি। মা‌কে মারধর করায় দুই ছে‌লে এলা‌হি (২৪) রা‌কিব (১৯) বা‌ড়ি‌তে এ‌সে তাকে শিকল দি‌য়ে বে‌ধে রে‌খে স্বরূপকা‌ঠি থানায় সোপর্দ ক‌রে ব‌লে জানান আল আ‌মিন। থানা প্রশাসন স্থানীয় শা‌লিস বৈঠ‌কের মাধ্য‌মে বিষয়‌টি মিমাংসা করার জন্য মুচ‌লেকা রে‌খে আল-আমিনকে ছেড়ে দেয়।

বাড়ি‌তে এ‌সে ছে‌লেরা ঘ‌রের সাম‌নে থে‌কে ২ কাঠা সম্প‌ত্তি লি‌খে দি‌তে চাপ দি‌য়ে তার এক‌টি ট্রলার আট‌কে রেখে স্থানীয় ম‌হিলা মেম্ব‌র শিউ‌লির জিম্মায় দেয়।কিন্ত শিউ‌লি আজ কাল ক‌রে সময়‌ক্ষেপন ক‌রে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন আলআ‌মিন।

আলআ‌মিন ব‌লেন, আ‌মি হতাশাগ্রস্ত হ‌য়ে কবর খুঁড়ে আত্মহত্যার জন্য প্রস্তু‌তি নেই।

এ ব্যাপা‌রে ট্রলা‌রের জিম্মাদার ও সংর‌ক্ষিত ওয়া‌র্ডের ম‌হিলা মেম্বর শিউলী ব‌লেন, আল আ‌মি‌নের দুই ছে‌লেকেই ঘটনার প‌রের দিন গণ্যমান্যদের সাম‌নে আল আ‌মি‌নের পা ধরি‌য়ে মাফ চাওয়াই। এসময় ট্রলার‌টি বড় ছে‌লে এলা‌হির কথায় আ‌মি জিম্মায় রা‌খি। কিন্ত প‌রের দিন আবার শা‌লিস করার দাবী ক‌রেন আলা‌মিন, আমরা পুনরায় তা‌রিখও দেই। কিন্ত ছে‌লেরা বা‌ড়ি থে‌কে চ‌লে যাওয়ায় উভয়পক্ষ‌কে পুনরায় বসা‌নো সম্ভব হয়‌নি।

এ ব্যাপারে বল‌দিয়া ইউ‌পির ‌চেয়ারম্যান মোঃ সাঈদ ব‌লেন, ঘটনা‌টি খুবই দুঃখজনক। আ‌মি নি‌জে গি‌য়ে আল আ‌মিন‌ কে শান্ত ক‌রি এবং কবর‌টি বন্ধ করার ব্যবস্থা ক‌রি। সেই সাথে ট্রলার‌টি আল আ‌মি‌নের ভা‌গিনা সুম‌নের জিম্মায় দেয়ার জন্য শিউ‌লি মেম্বর‌কে ব‌লে আ‌সি।

আলামি‌নের বড় ছে‌লে এলা‌হি ব‌লেন, আমার বাবাকে বাধ্য হ‌য়েই আমরা থানায় দেই। উ‌নি প্রায়সময়ই মা‌কে মারধর ক‌রেন। ক‌য়েকবছর পূ‌র্বেও মা‌কে মে‌রে তার হাত ভে‌ঙ্গে দেন। এছাড়া এলাকায় চু‌রিসহ বি‌ভিন্ন ধর‌নের অপক‌র্মের সা‌থেও তি‌নি জ‌ড়িত। যে সব কার‌ণে সমা‌জে মুখ দেখা‌তে পা‌রিনা। তাই বা‌ড়ি থে‌কে দু‌রে থা‌কি আমরা দুই ভাই।

উ‌নি নতুন ক‌রে বি‌য়ে করার প্রস্তু‌তি নি‌চ্ছেন। এ খবর জান‌তে পে‌রেই বা‌ড়ির আড়াই কাঠা সম্প‌ত্তির ২ কাঠা মা‌য়ের না‌মে লি‌খে দি‌তে ব‌লি। বা‌কি আধা কাটা কবরস্থা‌নের জন্য রাখার সিদ্ধান্ত নেই। উ‌নি যা‌তে যায়গা লি‌খে দেয় সে কার‌নেই ট্রলার‌টি মেম্ব‌রের জিম্মায় রা‌খি।

এলাহি আরো ব‌লেন, স্থানীয় কিছু কুচ‌ক্রি মহ‌লের প্ররোচনায় বাবা মানু‌ষের নজর অন্যদি‌কে স‌রি‌য়ে নি‌তেই কবর খোড়া ও আত্মহত্যার নাটক সাজান এবং ম‌হিলা মেম্বরসহ আমা‌দের উপর দায় চাপান।

ত‌বে ছে‌লে‌দের এসব অ‌ভি‌যো‌গের ব্যাপা‌রে জানার জন্য আলা‌মি‌নের ০১৭৭২৮৮৭৬৬৭ নম্বর মোবাই‌লে বার বার ফোন দি‌লেও তি‌নি আর রি‌সিভ ক‌রেন নি।

আত্মহত্যা করার চেষ্টা করার ব্যাপা‌রে পি‌রোজপুর জেলা আইন‌জীবী স‌মি‌তির সা‌বেক ক্রিড়া সম্পাদক মোঃ স‌হিদুল ইসলাম ব‌লেন, আত্মহত্যা কর‌তে গি‌য়ে কেউ য‌দি বে‌ঁচে যায় তাহ‌লে দন্ড‌বি‌ধি ৩০৯ ধারা অনুসা‌রে তার ১ বছ‌রের কারাদন্ড হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।