Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মহাসড়ক নির্মাণে গোপালগঞ্জ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু

Bayzid Saad
মার্চ ২৯, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

জাতীয় মহাসড়ক নির্মাণ করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে গোপালগঞ্জ সড়ক বিভাগ।

আজ মঙ্গলবার সকাল থেকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কে এই উচ্ছেদ অভিযান চলে।

এদিন সড়কটির গঙ্গারামপুর, গয়লাকান্দি, শান্তিপুর, জলিরপাড়, বানিয়ারচর এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায়।

উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রাশেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জহামান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাছেল শিকদার, পাউবো সার্ভেয়ার রবীন্দ্রনাথ রায়, সওজ সার্ভেয়ার মোঃ শিবলী সাদিক, মোঃ সোহাগসহ পুলিশ, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিসের জনবল, স্থানীয় জনপ্রতিনিধিগন ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের স্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় বলেন, সম্প্রতি টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া রুটে প্রায় ৬শ কোটি টাকা ব্যয়ে জাতীয় মহা-সড়কর নির্মাণ কাজ শুরু হয়েছে। একারণে ৪৪ কিলোমিটার দৈর্ঘের এই সড়কটির নির্মান ও প্রসস্থতা বৃদ্ধির জন্য এই উচ্ছেদ অভিযান চলছে। গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটেও উচ্ছেদ অভিযান চলবে। আগামী ৩১ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত এই অভিযান চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।