Nabadhara
ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালিপাড়া উদীচী’র নতুন কমিটি; সভাপতি ‌‌অশোক কর্মকার, সম্পাদক রতন সেন কংকন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
মে ৮, ২০২২ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার দ্বি-বার্ষিক অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (০৫ মে) এ ‌‌সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পরবর্তী কাউন্সিলে অশোক কর্মকার কে সভাপতি এবং রতন সেন কংকন কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এছাড়া ছয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ এর সভাপতি নাজমুল ইসলাম, অধ্যক্ষ গৌরাঙ্গ চৌধুরী, কমলকুড়ি স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন তালুকদার, এ্যাডভোকেট সরদার দেলোয়ার হোসেন এবং শিক্ষক ইদ্রিস আলি প্রমুখ।

নব নর্বাচিত সভাপতি অশোক কর্মকার তার বক্তব্য বলেন, “বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী একটি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশে বির্ণিমানে তার উপর ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করে যাবে। উদীচী তার শিল্প-সংস্কৃতি’র মাধ্যমে সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই পরিচালনা করবে এবং মুক্তিযুদ্ধের অঙ্গিকার বাস্তবায়নে কাজ করে যাবে।একটি অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল জাতি গঠনে কোটালিপাড়ায় উদীচী তার ভূমিকা পালন করবে।”

কাউন্সিল শেষে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।