বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার খাদ্যগুদামে আভ্যন্তরীণ বোরো ধান-চাউল সংগ্রহ ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় গাড়ফা বাজার খাদ্য গুদামে এ ধান-চাউল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলম, ওসিএলএসডি লুৎফুন নাহার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন ও ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমূখ।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকদের থেকে প্রতি কেজি ২৭টাকা করে মোট ১২০৬ মেট্রিক টন ধান ও প্রতি কেজি ৪০টাকা করে ১৫১ মেট্টিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।