Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক, ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল
জুলাই ৫, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ গত সোমবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ মিঠাপুর-লাহুড়িয়া সড়কের ঝামারঘোপ বাজারে মোরাদের চায়েরর দোকানের সামনে চোরাই মোটর সাইকেল কেনাবেচার সময় অভিযান চালিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ কে মোটর সাইকেল সহ আটক করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে নড়াইলের এস পি ( সদর) সার্কেল মোঃ রিজাজুল ইসলাম লোহাগড়া থানার হল রুমে সাংবাদিকদের সাথে প্রেস বিফিংয়ে বলেন, আলফাডাঙ্গা উপজেলার টিটা গ্রামের রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ আটক করে তাকে ব্যাপক জিজ্জাগাসাবাদে সে একই উপজেলার বাজরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে জিসান, ও মফিজুল হকের ছেলে মিলন,আড়পারা গ্রামের ফসিয়ার সরদারের নাম বললে তাদের কাছ থেকে ৮ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।


তিনি আরো বলেন,এরা সবাই আন্তঃ জেলা মটর সাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে মটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এদের বিরুদ্বে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।