Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠি‌তে ধর্ষ‌নের শিকার কি‌শো‌রী, আতং‌কে প‌রিবার

Link Copied!

 

পিরোজপুরের স্বরূপকাঠি উপ‌জেলার বল‌দিয়া ইউ‌পির সপ্তম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে বি‌য়ের প্র‌লোভ‌নে রাতভর আট‌কে রে‌খে ধর্ষ‌নের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ ঘটনার পর থে‌কে মে‌য়ে‌টির প‌রিবার‌কে উপর্যপু‌রি হুম‌কি দি‌চ্ছে ধর্ষ‌কদের প‌রিবার।

 

অন্য‌দি‌কে হুম‌কির ভ‌য়ে ঘটনা‌টি প্রশাস‌নসহ কা‌রো কা‌ছে জানা‌তেও পার‌ছে না ব‌লে জানান মে‌য়ের একা‌ধিক আ‌ত্মীয়।

 

মে‌য়ের বাবা জানান, আমার ঘ‌রের পা‌র্শের ভাড়া‌টিয়া সোহাগদল ইউ‌পির ৯ নং ওয়া‌র্ডের বারেক শিকদা‌রের ছে‌লে উজ্জল শিকদার এবং সোহরাব শিকদা‌রের ছে‌লে ক‌লেজ ছাত্র রাব্বী শিকদার মে‌য়ে‌টির এ ক্ষ‌তি ক‌রে। তি‌নি ব‌লেন মোবাইল যোগা‌যো‌গের জের ধ‌রে রাব্বীর সা‌থে বি‌য়ে দেয়ার কথা ব‌লে মে‌য়ে‌কে ফুস‌লি‌য়ে নি‌য়ে ব‌রিশাল যায় উজ্জল। এসময় এক‌টি সাদা কাগ‌জে মে‌য়ের স্বাক্ষর নি‌য়ে রাব্বীর সা‌থে বি‌য়ে সম্পন্ন হ‌য়ে‌ছে ব‌লে জানান উজ্জল। এ ঘটনা মে‌য়ে‌কে চাপা রাখ‌তে ব‌লে রাব্বী ও উজ্জল। প্রায় ১ মাস প‌রে গত সপ্তা‌হে উজ্জল ও রাব্বী সোহাগদ‌লের রাব্বীর চাচা শাহজাহান মিয়ার খালি ঘরে মে‌য়ে‌কে আট‌কে রে‌খে রাত কাটায়। এ সময় রাব্বী ও উজ্জল দুজ‌নেই মে‌য়ের উপর শারি‌রিক নির্যাতন চালায়।

 

এ ঘটনার পর‌দিন স্থানীয় লোকজন জান‌তে পে‌রে রাব্বী, উজ্জল ও আমার মে‌য়ে‌কে আট‌কে রা‌খে। এসময় রাব্বী ও আমার মে‌য়ে তারা স্বামী স্ত্রী দা‌বী কর‌লেও কো‌নো কাগজপত্র দেখা‌তে পা‌রে‌নি। পরবর্তী‌তে সোহাগদ‌ল ইউ‌পির সংর‌ক্ষিত ম‌হিলা মেম্বর লি‌পির সহ‌যো‌গিতায় মে‌য়ে‌কে উদ্ধার ক‌রে বা‌ড়ি‌তে নি‌য়ে আ‌সি।

 

বিষয়টি নি‌য়ে ইউপি সদস্য লি‌পি ব‌লেন, আ‌মি আপনা‌কে কো‌নো কথাই বল‌বোনা। কিছু জান‌তে হ‌লে আপ‌নি সোহাগদল ইউ‌নিয়ন প‌রিষ‌দে আসুন।‌ কিন্ত মঙ্গলবার দুপুর সোয়া ১ টায় প‌রিষ‌দে গি‌য়ে লি‌পি‌কে আর পাওয়া যায়‌নি এমন‌কি তার মোবাইল নম্বর‌টিও বন্ধ পাওয়া যায়।

 

এ‌দি‌কে ধর্ষক উজ্জ‌লের স্ত্রী বল‌দিয়া ইউ‌পির ছান্টু মিয়ার মে‌য়ে সু‌মির এক‌টি মোবাইল রেকর্ড পাওয়া যায়। মে‌য়ের বাবা ও মা‌য়ের সা‌থে মোবাই‌লে বলা কথা রেক‌র্ডের মাধ্য‌মে জানা যায়, মে‌য়ে‌টি‌র সা‌থে রাব্বী ও উজ্জল রাত কাটা‌লেও প‌রের দিন সকা‌লে সু‌মি মে‌য়ে‌টি‌কে বেদম মারধর ক‌রেন। ওই রেক‌র্ডে সু‌মি উ‌ল্লেখ ক‌রেন সাংবা‌দিকরা আস‌ছি‌লো আ‌মি ২০ হাজার টাকা দিয়া তা‌দের মুখ বন্ধ রাখ‌ছি। তু‌মি সকাল‌বেলা তোমার মে‌য়ে‌রে সাত দি‌নের জন্য এলাকার বাহিরে পা‌ঠি‌য়ে দাও। তা না হ‌লে খুব খারাপ হ‌বে। এরকম ৪ টি অ‌ডিও রেকর্ড র‌য়ে‌ছে।

 

এ ব্যাপা‌রে সু‌মির বক্তব্য নেয়ার জন্য প্রথ‌মে তার শশুর বা‌ড়ি সোহাগদল ও প‌রে তার বাবার বা‌ড়ি বল‌দিয়া ইউ‌পি‌তে গে‌লেও সুমির দেখা পাওয়া যায়‌নি।

অ‌ভিযুক্ত রাব্বী ও উজ্জল ঘটনার পর থে‌কে পলাতক র‌য়ে‌ছেন। ত‌বে রাব্বী ও উজ্জ‌লের প্রতিবেশীরা জানান, এরা দুজন অ‌তি‌তেও এমন কর্মকান্ড ক‌রে‌ছে। ত‌বে স্থানীয় এক জনপ্র‌তি‌নি‌ধির প্রশ্র‌য়ে বার বার ছাড়া পে‌য়ে যা‌চ্ছে। তারা দাবী ক‌রেন উপযুক্ত তদ‌ন্তের মাধ্য‌মে আই‌নের আওতায় এনে রাব্বী উজ্জল সহ সকল অপরাধীর এ ঘটনার সুষ্টু বিচার হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।