গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন, রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ ও শ্রেণিবিভাগ বিধিমালা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা সভা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মুরাদুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় রিক্রুটিংএজেন্ট, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা,গণামধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

