Nabadhara
ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় এমপি শেখ তন্ময়ের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

আব্দুল্লাহ আল আফনান, স্টাফ রিপোর্টারঃ
অক্টোবর ৫, ২০২২ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়া শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়

গতকাল (৪ অক্টোবর) মঙ্গলবার স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে কচুয়া বাজার সার্বজনীন মন্ডপ, আন্দার মানিক মন্ডপ, ধোপাখালি মন্ডপ, গজালিয়া মন্ডপ, রাঢ়িপাড়া মন্ডপ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন শেখ তন্ময়।

মন্ডপ পরিদর্শনকালে শেখ তন্ময় বলেন, দুর্গা উৎসবে সব ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে অংশগ্রহণ করে সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান ফিরোজ শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আবু বক্কর শিকদার, যুবলীগের সভাপতি ঝুমুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন দিদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামন, ছাত্রলীগের আহ্বায়ক হাজার ইশতিয়াক হোসেন বাহাদুর, যুগ্ম আহবায়ক সজীব দিদার, আল আমীন, কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন শাওন, যুগ্ম আহ্বায়ক মীর তারিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।