Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

MEHADI HASAN
নভেম্বর ২৪, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে তারই অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা গ্রাম পর্যায়েও আনন্দের জোয়ার। পটুয়াখালীর দুমকিতে ব্রাজিল সমর্থকরাও পিছিয়ে নেই বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রায়।

২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রা শিশু থেকে বৃদ্ধসহ নানা বয়সের ব্রাজিল সমর্থকরা অংশগ্রহণ করেন। এসময় তাদের কণ্ঠে ব্রাজিলের বিজয়ী ধ্বনী, বাশির সুর, ব্যান্ড পার্টির ঢোলের আওয়াজে শহর আনন্দে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের জনপদ। র‌্যালির নেতৃত্বে দিয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ বর্ণাঢ্য আয়োজন।

খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবার ব্রাজিল বিজয়ী হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।