বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আগামীকাল রোববার (৩০ জুলাই) সকাল-সন্ধ্যা এ কর্মসূচী পালন করবে ক্ষমতাসীনরা।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কাল দেশব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’
এ সময় ঢাকার প্রতিটি থানাসহ সবগুলো মহানগর, জেলা ও উপজেলায় এই বিক্ষোভ হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের সমন্বয় করে কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।