হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি::
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১০০পিচ ইয়াবা সহ দুইটি জিআর ওয়ারেন্ট মামলার আসামী মাদক ব্যবসায়ী লাভলু মৃধাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুত্রুবার (২৩ এপ্রিল ) গভীর রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচূড়া (নতূন বাজার) বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস,আই সাইফুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে ১০০ পিচ ইয়াবা ও দুইটি জিআর মামলার আসামী লাভলু মৃধাকে আটক করে। সে একই লোহাচূড়া গ্রামের মৃত সূর্য্য মৃধার ছেলে। ইতিপূর্বে মাদক বিক্রির অপরাধে পুলিশের হাতে সে একাধিকবার গ্রেফতার হয়েছে।
মুকসুদপুর থানা সহ অন্যান্য থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, মরনব্যাধি মাদকের নেশায় এলাকার যুব সমাজ থেকে শুরু সর্ব স্তরের মানুষকে জড়িয়ে তাদের ভবিষ্যত ধবংস করে ফেলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।