Nabadhara
ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্র‌মিক দিব‌সে স্বরূপকা‌ঠির ছার‌ছিনায় শ্র‌মি‌কের মর্মান্তিক মৃত্যু

MEHADI HASAN
মে ১, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ আসাদুজ্জামান আসাদ,স্বরূপকা‌ঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ
বিশ্বের কোটি কোটি শ্রমজীবি মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’ আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন।
এ আন্দোল‌নে পুলিশের গুলিতে ১১ জন নিরস্ত্র শ্রমিক নিহত হন, আহত ও গ্রেফতার হন আরো অনেক শ্রমিক। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয়জনকে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্মহনন করেন। এতে বিক্ষোভ আরো প্রকট আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ই জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।১৮৯০ সাল থেকে ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’। আর এর ধারাবা‌হিকতায় সমগ্র পৃ‌থিবীব্যাপী এই দিব‌সে শ্র‌মি‌কেদের প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে সকল কলকারখানা ও শ্র‌মের কাজ বন্ধ রাখা হয় মে মা‌সের ১ তা‌রি‌খে। কিন্ত এ নিয়‌মের ব্যত্তয় ঘ‌টি‌য়ে নেছারাবা‌দের ছার‌ছিনায় সুন্দর্য বর্ধ‌নের ৩০০ ফুট উচ্চতার মিনা‌রের নির্মান কাজ চল‌ছি‌লো সকাল থে‌কেই। কো‌নো ধর‌নের লাইফ সা‌পোর্ট না নি‌য়ে কাজ করা নির্মান শ্র‌মিক নিলচান (৩০) প্রায় ১৫০ ফুট উচ্চতা থে‌কে নি‌চে প‌ড়ে যায় শ‌নিবার বি‌কে‌লে। এ‌তে নিলচা‌নের শরী‌রের বি‌ভিন্য স্থানে থেত‌লে যায় ব‌লে জানান প্রতক্ষদর্শী একা‌ধিক জন। তারা জানান নিলচান‌কে আমরা স্বরূপকা‌ঠি স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাই। সেখা‌নে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। নিলচান বা‌গেরহাট জেলার মোড়লগঞ্জ উপ‌জেলার চ‌ন্ডিপুর গ্রা‌মের ওয়া‌হেদ গা‌জির পুত্র। মে দিব‌সে নির্মান কাজ চলমান রাখার ব্যাপা‌রে ‌ঠিকাদার কম্পানী ক‌ন্টি‌নিউশন কন্স্ট্রাকশন কম্পানীর ম্যা‌নেজার আ‌নোয়ার হো‌সেন মু‌ঠো‌ফো‌নে কথা বল‌তে রা‌জি হন‌নি।
‌নেছারাবাদ থানা পু‌লিশের এ এস আই কামরুল জানান, নিলচা‌নের মৃত‌দেহ ময়না তদ‌ন্তের জন্য থানায় রাখা হ‌য়ে‌ছে।রোববার সকা‌লে পি‌রোজপুরে ময়নাতদন্ত সম্প‌ন্যের পর গ্রা‌মের বা‌ড়ি‌তে নি‌য়ে যা‌বে নিলচা‌নের মৃত‌দেহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।