বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
রাষ্ট্রীয় মর্যাদায় টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলামের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার ১১ মে সকালে মরহুমের নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার দাফন সম্পন্ন হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কে তার নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম মরণব্যাধি ক্যান্সারে গতকাল ১০ মে সোমবার রাত ৮ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।