Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু

Bayzid Saad
মে ১১, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আব্বাস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার আড়-য়াডিহি বিলে মঙ্গলবার সকাল ১১টার দিকে মাছ শিকারকালে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

আব্বাস আলী শেখ আড়–য়াডিহি গ্রামের জাফর শেখের ছেলে। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আব্বাস আলী শেখ তার ছোট ছেলে আবরার (১০) কে সাথে নিয়ে বিলে যায় মাছ ধরতে। এসময় আকাশে মেঘ দেখে ছেলে আবরারকে বাড়িতে পাঠায় খড়-কুটো গুছিয়ে রাখার জন্য। এরপর বজ্রপাতের শিকারে আব্বাস শেখ ৪/৫ হাত উপরে উঠে পড়ে যায়। পাশের ঘের থেকে বিষয়টি খেয়াল করে তার আপন ভাই খয়ের শেখ। তখন আব্বাসকে দ্রুত উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার ভাই খয়ের। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর বাড়িতে আনা হলে বিকাল ৫টার দিকে জানাজা শেষে নিকটস্থ মোহাম্মাদপুর কবর স্থানে তাকে দাফন করা হয়।

নবধারা/বিএস

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।