Nabadhara
ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন টুঙ্গিপাড়ার রোভার রাজু

নবধারা ডেস্ক
জুন ২, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক:

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্য, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সহকারী রোভারমেট মোঃ রাজু বিশ্বাস।

 

রবিবার (২ জুন) বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত অ্যাওয়ার্ড-২০২২ তালিকায় ৬৪ জেলার ২২১ জন এর মধ্যে বাংলাদেশ স্কাউটস, টুঙ্গিপাড়া উপজেলা রোভার এর একমাত্র রোভার হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

 

এ সম্পর্কে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস বলেন, রাজুর এই অর্জন আমাদের রোভারদের জন্য একটি অনুপ্রেরণা ও শক্তি যোগাবে, সেইসাথে আমি সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের রোভার স্কাউট ইউনিটের আরএসএল হিসেবে অনেক আনন্দিত।

 

রাজু বলেন, “আমাদের স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি বলেছেন ‘পৃথিবীকে যেমন করে পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর’ এই দীক্ষায় দীক্ষিত হয়ে টুঙ্গিপাড়া কলেজ তথা সমাজের পরিবর্তন করতে পারি নিজের প্রতি সেই কামনা রইল।

 

মোঃ রাজু বিশ্বাস বর্তমানে টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ রোভার স্কাউট ইউনিটের সহকারী রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।