স্টাফ রিপোর্টার চিতলমারী: 
চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্য প্রযুক্তি আইনে শেখ রাসেল (১৯) নামে এক মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।  রাসেল চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।
মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতারের পর দুপুর ১২ টায় দিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান নবধারা কে বলেন, গত ১৭ মে শেখ রাসেল নামে একটি ফেসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করে।পরে খোজ নিয়ে জানা যায়, সে চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এবং বাসবাড়িয়া কওমী মাদ্রাসার ৭ জামায়াতের ছাত্র। এঘটনায় চিতলমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হায়দার আলী শেখ বাদি হয়ে সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর আসামী রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
নবধারা/বিএস

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    