Nabadhara
ঢাকারবিবার , ২৩ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ২’শ যাত্রীসহ ঢাকাগামী ৪ টি বাস আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Bayzid Saad
মে ২৩, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটা ও আমুয়া এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস আটকের পরে জরিমানা করে তা ফিরিয়ে দিয়েছে পিরোজপুরের প্রশাসন।

শনিবার দুপুরে শহরের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় প্রায় ২ শত যাত্রী সহ ৪ টি বাস আটক করা হয়। ঢাকাগামী বাসগুলো পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে ২০ হাজার টাকা জরিমানা করে যাত্রীসহ পুরনায় যেখান থেকে রওয়ানা দিয়ে এসেছে সেখানে ফেরত পাঠানো হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তারিকুল আলম নবধারা কে জানান, সরকার ঘোষিত চলাচলের বিধি নিষেধ উপেক্ষা করে ৪ টি বাস পিরোজপুরের উপর দিয়ে ঢাকা যাচ্ছিলো এবং তা আটক করা হয়। এরপরে এ বাস ৪ টি আটক করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারা অনুযায়ী প্রতিটি বাসের মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং বাসের যাত্রীদের সর্তক করে বাসগুলো যে স্থান থেকে ছেড়ে আসছিলো সেখানে ফেরত পাঠানো হয়।

পিরোজপুরের ট্রফিক পুলিশের সার্জন শরীফ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের উপর থেকে ঢাকাগামী বরগুনার পাথরঘাটা ও আমুয়া এলাকা থেকে ছেড়ে আসা ৪ টি বাস আটক করা হয়। যাত্রীদের কাছে জানতে চাইলে তারা জানায় তারা সকলেই ঢাকা যাওয়ার জন্য এ বাসে উঠেছে।

এ সময় বাসগুলো আটক করে প্রশাসনকে জানানো হয় এবং প্রশাসন বাসগুলোকে জরিমানা করে প্রায় ২ শতাধিক যাত্রী সহ ৪টি বাস পাথরঘাটা ও আমুয়া এলাকা ফেরত পাঠায়।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।