1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

মেসির জাতীয় দলে ফেরার প্রসঙ্গে যা বললেন স্কালোনি

নবধারা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ জন নিউজটি পড়েছেন।

নবধারা ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ার পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ফলে ইন্টার মায়ামির ম্যাচগুলো তিনি দেখছেন গ্যালারিতে বসে। আবার আর্জেন্টিনার চলমান বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি স্কোয়াডের বাইরে রয়েছেন। ঠিক কবে নাগাদ মেসিকে মাঠে দেখা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এরইমাঝে তার জাতীয় দলে ফেরার সম্ভাব্য সময় জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আগামী মাসে (অক্টোবর) ৩৭ বছর বয়সী এই তারকার দলে ফেরার আশা এই বিশ্বকাপজয়ী কোচের। এমনকি অক্টোবরে বাছাইপর্বের ম্যাচও খেলতে পারেন মেসি। এ তো গেল জাতীয় দলের বিষয়, তার আগেই তিনি ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলতে পারেন। ইতোমধ্যে আমেরিকান দলটির হয়ে পুরোদমে অনুশীলন করছেন মেসি, সম্ভবত আগামী শনিবার এমএলএসে খেলতে পারেন ফিলাডেলফিয়ার বিপক্ষে। অর্থাৎ ভক্তদের ফের তাকে খেলতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে শিগগিরই।

বর্তমানে ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে মেসিবিহীন দলটি চিলিকে ৩-০ গোলে হারিয়েছে। আজ (মঙ্গলবার) রাতে আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এর আগে মেসির জাতীয় দলে ফেরা নিয়ে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘আমরা আশা করছি সে খেলা শুরু করবে। যখন আমরা পরবর্তী স্কোয়াড ঘোষণা করব (অক্টোবরে), আমরা তার সঙ্গে কথা বলব, যা আমরা অন্য সবার সঙ্গেই করি। তারপর দেখব সে আমাদের জন্য এভেইলেবল থাকে কি না।’

চিলির বিপক্ষে জয়ের পর লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল আর্জেন্টিনা। সমান সাতটি ম্যাচে তারা দুইয়ে থাকা উরুগুয়ের (১৪) চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছে। এ ছাড়া ১৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিন এবং ১০ পয়েন্টে চারে অবস্থান করছে ব্রাজিল। পয়েন্ট টেবিলে এমন দাপট ধরে রাখার লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষেও আজ জয় চায় আলবিসেলেস্তেরা।

মেসিকে ছাড়াই দলের এমন দারুণ অবস্থানে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘কোনো দলের মেসির ওপর নির্ভরশীল না হওয়া কঠিন। সে যে দলেই থাকুক না কেন, তাদের সবার ক্ষেত্রে এই পরিস্থিতি আসে, কারণ সে ব্যতিক্রমী খেলোয়াড়। এই দলের (আর্জেন্টিনা) একটি ভালো দিক হচ্ছে– মাঠে যারা খেলছে তাদের নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। যদিও পরিস্থিতিভেদে পারফর্মার পরিবর্তন হয়। লিওকে (মেসি) ছাড়াই আমরা একই কাজ করতে চেষ্টা করি, তবে তার চূড়ান্ত স্পর্শ (ছাড়াই আরকি)। মাঠে থাকা ফুটবলাররা প্রত্যেকে নিজেদের কাজটা ভালোভাবে জানে।’

প্রসঙ্গত, কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক মেসির। ডান পায়ের অ্যাঙ্কলে চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন প্রায় দুই মাস। এরপর আগস্টের শেষদিকে তিনি ধীরে ধীরে মাঠের অনুশীলন শুরু করেন। যদিও তাকে পাওয়ার অপেক্ষা দীর্ঘ হচ্ছিল মায়ামির। তাকে দর্শক বানিয়েই এবারের লিগস কাপ থেকে বিদায় নেয় ফ্লোরিডার ক্লাবটি, অথচ পিএসজি ছেড়ে মেসি মায়ামিতেই যোগ দিয়েই এই ট্রফিটি জয় করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION