Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ব্যভিচার-অবৈধ সম্পর্ক, আফগানিস্তানে ছয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পর্ক ও ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানের সার-ই-পোল প্রদেশে ছয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগান সুপ্রিম কোর্ট এই তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) একটি বিবৃতি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে অভিযুক্ত আলাদা ছয়জনকে সার-ই-পোলের বালখাবে বেত্রাঘাত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রত্যেককে ২৯ থেকে ৩৯ বার বেত মারা হয়েছে। এছাড়া তাদের এক বছর থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে।

তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। এরআগে ফারাব প্রদেশে তিনজনকে বেত্রাঘাতের তথ্য জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যার মধ্যে এক নারীও ছিলেন।

২০২১ সালের ১৫ আগস্ট ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকে দেশটিতে বেত্রাঘাতের শাস্তি দেওয়ার বিধান পুনরায় চালু হয়। এছাড়া বড় অপরাধে অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁসি দিতেও দেখা গেছে।

বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিষয়টির সমালোচনা করে আসছে। তারা বলছে এগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

তবে তালেবান জানিয়েছে, যেহেতু এখন আফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই সেখানে সবকিছু ইসলামিক বিধান অনুযায়ী করা হবে। আর ইসলামে যেহেতু বলা আছে ব্যভিচারের শাস্তি হলো প্রকাশ্যে বেত্রাঘাত। সেহেতু সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: খামা প্রেস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।