Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তিন দফা দাবি নিয়ে জাবির রেজিস্ট্রার ভবন অবরোধ 

জাবি প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

অনুষদের জন্য আলাদা একাডেমিক ভবন, পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন এবং বিভাগের ২ শিক্ষকের চাকরিচ্যুতির দাবিতে প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০১ অক্টোবর) বেলা দেড়টা থেকে অবরোধ শুরু হয়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছিল আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়। সময় শেষ হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবরোধের ডাক দেয় অনুষদটির শিক্ষার্থীরা।

 

এসময় আইন বিভাগের শিক্ষার্থী  জামিয়াতুলনাহু (৫১ তম আবর্তন) বলেন‌” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা ৩ টা যৌক্তিক দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি এবং একই সাথে অনসন করছি। আমাদের ৩ টা যৌক্তিক দাবির ১ম টি হলো আমাদের ডিপার্টমেন্টর অভিযুক্ত শিক্ষক জনাব তাপস কুমার দাস এবং সুপ্রভাত পাল তাদের কে চাকরি থেকে অব্যহতি। আইন ও বিচার বিভাগের কোনো নিদিষ্ট ক্লাস রুম নেই। আমরা চাচ্ছি একটি স্থায়ী সমাধান। আমাদের ২ দাবি হচ্ছে আইন ও বিচার বিভাগের জন্য ভবন বরাদ্দ। আমাদের ৩য় দাবিটি হচ্ছে পরীক্ষা খাতা পূর্নর মূল্যায়ন।”

শিক্ষার্থী জাইবা জাফরিন নুভা বলেন, “৫০ দিন ধরে আমাদের ক্লাস বন্ধ। আমাদের দাবিগুলো বারবার জানালেও প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই দাবি আদায়ের জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।”

এর আগে, উপাচার্যের নিকট জমা দেওয়া স্মারকলিপিতে  ৫ দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। দাবিগুলো হলো – বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে; আইন অনুষদের নিজস্ব অধ্যাদেশ বাতিল করতে হবে এবং বিভাগকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আওতায় নিয়ে আসতে হবে, ২০২১ সাল থেকে অনুষ্ঠিত বর্তমান ৪৯, ৫০ ও ৫১তম আবর্তনের সকল পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করতে হবে, বিভাগে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ করতে হবে, আইন অনুষদের ক্লাসের জন্য পুরাতন ফজিলাতুন্নেসা হল (আল বেরুনি এক্সটেনশন) আইন অনুষদের নামে বরাদ্দ দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।