সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০অক্টোবর) দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
এসময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় দোকানে মূল্য তালিকা না থাকা, বেশি দামে পন্য সামগ্রি বিক্রির দায়ে কালীগঞ্জ বাজারের মেসার্স মামুন ষ্টোরের মালিক মামুন মিয়া(৪০), মেসার্স কামাল মুরগী ভান্ডারের মালিক মো.কামাল হোসেন(৫৩) ও মেসার্স চান মহন স্টোরের মালিক গৌতম বণিক(৪৮) কে পৃথক তিনটি মামলায় নগদ ২ হাজার টাকা করে জরিমানা আদায়সহ বাজার মনিটরিং করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।