গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সভা, কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে উপজেলা ইমাম কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ইমাম কমিটির বিশেষ নির্বাচন কমিশনার মাওলানা লুৎফর রহমান, গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা জালাল উদ্দিন ও মুফতি আবুল হুসাইন।
এছাড়া সহ-সভাপতি পদে মুফতি শামসুল হুদা, মাওলানা তারিক বিল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মাওলানা আঃ হাকিম, মাওলানা শামসুল হক, মুফতি মুঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ আবু সাইদ, কোষাধ্যক্ষ পদে মাওলানা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে হাফেজ আঃ মালেক, প্রচার সম্পাদক পদে ক্বারী আবু বকর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মাওলানা খলিলুর রহমান, সদস্য পদে মুফতি আজম আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মাওলানা আজাদুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি আঃ আজিজ, মাওলানা মিরাজুল ইসলাম ও হাফেজ মো. সেলিম নির্বাচিত হন।
সভাশেষে জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
তাংঃ ২৩/১১/২০২৪ইং