Nabadhara
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখছেন গ্রামীণ নারীরা 

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি 
ডিসেম্বর ২, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি

বিশ্ব এখন হাতের মুঠোয়। ইন্টারনেটের দুনিয়া সবার– এরই আলোকে গোয়ালন্দ উপজেলার উজানচর প্রয়াত আতিয়ার রহমান ও দৌলতদিয়া মজি ফকিরের বাড়ির উঠানে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে ও গ্রামীণ ফোনের সার্বিক সহযোগিতায় বিভিন্ন বয়সের গ্রামীণ নারীদের নিয়ে গ্রামীণ ফোন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

২ ডিসেম্বর (সোমবার) সকালে উজানচর হাজী আব্দুল গফুর মন্ডল পাড়ায় প্রয়াত আতিয়ার রহমান ও বিকালে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ায় মজি ফকিরের বাড়ির উঠানে প্রথম আলো বন্ধু সভার সদস্য ও দলীয় নেতা মো. সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় প্রিয়া রহমানের উপস্থাপনায় উজানচর হাজী গফুর মন্ডল পাড়া, ও দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া এলাকার সকল নারীদের উপস্থিতিতে গ্রামীণ ইন্টারনেটের ব্যবহার শিখছেন নারীরা- গ্রামীণ ইন্টারনেটের শিখনের ফাঁকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীণ নারীদের কোন খাবার খেলে শরীরের কি উপকারে আসে এবং নারীদের মাসিক সম্পর্কে আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজ সহায়ক হেল্থ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তাসলিম জারা। এরপর গ্রামীণ ইন্টারনেটের প্রথম আলো বন্ধু সভার সদস্যদের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুইজ, খেলা ও ভিডিও দেখে কাগজের মাধ্যমে বাস্তবে ফুল তৈরি করা এবং প্রশ্নোত্তর পর্বের বিজয়ীদের মধ্যে পুরস্কৃত বিতরণ করা হয়।

 

এসময় গ্রামীণ ইন্টারনেটের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, গোয়ালন্দ বন্ধুসভার সদস্য ও উঠান বৈঠক দলের দলনেতা মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ বন্ধুসভার সহ-সভাপতি মইনুল হক মৃধা, সদস্য খন্দকার মেহেদী হাসান, গ্রামীণ ফোনের সহযোগি সংস্থা উইন্ড মিল প্রতিনিধি ও খুলনা জোনের সুপার ভাইজার শুভজিৎ পালিত প্রমুখ।

 

এসম গ্রামীণ মহিলাদের অনুষ্ঠিত উঠান বৈঠকে গ্রামীণ ফোন ইন্টারনেট সম্পর্কে ধারণা, স্বাস্থ‍্য সম্পর্কে সচেতনতা, কাগজ দিয়ে ফুল তৈরি, ঝুড়িতে বল নিক্ষেপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে গ্রামীণ ফোনের সৌজন্য পুরস্কার প্রদান ও নাস্তা বিতরণ করা হয়।

 

উঠান বৈঠক সম্পর্কে প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান বলেন, গ্রামীণ ফোনের সার্বিক সহযোগিতা ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ৩২ টি ইউনিয়নে গ্রামীণফোন ইন্টারনেট সম্পর্কে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বালিয়াকান্দি, কালুখালী, পাংশা উপজেলার উঠান বৈঠক সমাপ্ত করা হয়েছে। আগামীকাল গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা এবং দেবগ্রাম ইউনিয়নের উঠান বৈঠকের মাধ‍্যমে রাজবাড়ী জেলার কাজ সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।