গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের সুপারভাইজার ও চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ বাস যাত্রী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. শাহাদাৎ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি বাসের পিছনে ধাক্কা দেয়। এতে করে সোহাগ পরিবহনের বাসটি সামনের দিকে সরে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সমানের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফুজ্জামান। আহত হয় বাসে থাকা অন্তত ১০ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত বাস চালকের বাড়ি সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে এবং সুপারভাইজার আরিফুজ্জামানের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামে।