Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আগুনে ঘর পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উপর ক্ষো*ভ

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮:১৫ মিনিটে দিকে উপজেলার ছোট ডুমুরিয়া বায়জিদ শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বায়জিদ শেখ বলেন, সকাল ৮:১৫ মিনিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। ধারনা শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

 

বায়জিদ শেখের ভাই আদর আলী শেখ বলেন, ফায়ার সার্ভিস অর্ধেক পথে এসে চলে গেছেন।পরে আমি টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনে আবার কল দেই। ফায়ার স্টেশন থেকে বলা হয়, স্থানীয় বাসিন্দারা তাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে,আগুন নির্বাপন হওয়ার কারণে আসা হয়নি এটা আমাদের সরকারি নিয়ম।

 

তিনি অভিযোগ করে আরো বলেন, অনেক সময় ডুমুরিয়া ইউনিয়নে অগ্নি নির্বাপন করতে আসে না, আসলে অনেক সময় ব্যয় করে আসেন। যা আমাদের কোন কাজে আসে না।

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন নগদ আর্থিক সহায়তা,খাদ্য, কম্বল এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে দিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।