Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বসতবাড়ীতে হা”মলা ভাংচুর ও অগ্নি’সংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 
মার্চ ৪, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শহিদ মোল্লা।

 

সোমবার (০৩মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার চিতলমারী উপজেলার ব্রহ্মগাতি এলাকার আমজাদ মোল্লার ছেলে ভুক্তভোগী শহিদ মোল্লা এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষেথেকে শহিদ মোল্লা লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার (০১ মার্চ) বিকাল ৫টার দিকে আমার প্রতিপক্ষ জুয়েল শেখ,মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সির নেতৃত্বে ১০/১৫ জন একটি সংঘবদ্ধ দল আমার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসজ্জিত হয়ে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে।

 

ভুক্তভোগী শহিদ মোল্লা জানান, ঘটনার দিন আমি বাড়িতে কাজ করছিলাম হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগে জুয়েল শেখ, মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি প্রথমে তার দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ি ভাংচুর শুরু করে।

একপর্যায়ে আমি বাধা দিতে গেলে আমার গলায় ছুরি ধরে জুয়েল শেখ এবং মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘরে ট্রাংকে রক্ষিত নগদ ২লক্ষ টাকা ও সোনার গহনা লুট করে। তখন আমি চিৎকার করলে এলাকার লোকজন আসতে দেখে তারা ঘর থেকে বের হয়ে আমাদের বসত ঘরে আগুন লাগিয়ে চলে যায়।

 

ভুক্তভোগী বলেন, “এই বর্বরোচিত হামলার পর আমি চিতলমারী থানায় অভিযোগ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এছাড়া, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু এই ধরনের হামলা ও হুমকি অব্যাহত থাকলে আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়বে। এই ঘটনার সঠিক বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

 

এসময় তাদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।