Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভ সংঘের ইফতার বিতরণ

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি 
মার্চ ২১, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২১ মার্চ) ইফতারের পূর্বে শহরের আলীপুর গোরস্থানের সামনে প্রায় দেড় শতাধিক ছিন্নমূল নারী-পুরুষের হাতে ইফতার তুলে দেন জেলা বসুন্ধরা শুভ সংঘের নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বসুন্ধরা শুভ সংঘের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, উপদেষ্টা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, বসুন্ধরা শুভ সংঘের ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, দপ্তর সম্পাদক তিহান আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যকরী সদস্য সনত চক্রবর্তী, সম্রাট শেখ ও মুক্তা প্রমুখ।

 

বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে কয়েকজন নারী ভিক্ষুক বলেন, আমরা সারাদিন রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরি। রোজার দিনে বিকেলে গোরস্থানের সামনে এসে ইফতারের অপেক্ষায় থাকি। কোনদিন পাই আবার কোনদিন পাই না। আজকে বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে খুশি লাগছে। আল্লাহ বসুন্ধরার উন্নতি করুক।

 

বসুন্ধরা শুভসংঘের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা জানান, আমরা নিজেরা বাজার করে সদস্যদের সাথে নিয়ে রান্না করা ইফতার ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। আশা করি সামনের দিনে এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায়দের জন্য আরো ভাল কিছু করতে পারবো।

 

বসুন্ধরা শুভসংঘের ফরিদপুরের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান সোহেল বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বড় একটি সামাজিক সংগঠন। এ সংগঠন সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।