Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পদ্মা নদীর এক কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ২৫, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ২৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।  মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে স্থানীয় জেলে শওকত হোসেন ও তার সহযোগীরা দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জাল ফেলে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে জালে সজোরে টান লাগলে তারা বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। পরে জাল তুলে তারা কাতল মাছটি দেখতে পান।

 

সকালে দৌলতদিয়া মাছ বাজারের ভাই ভাই মৎস্য আড়তে নিয়ে আসলে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকা দিয়ে কাতলটি কিনে নেন।

 

 

পরে তিনি অনলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জের রিয়াজ আহমেদ নামের এক ব্যক্তির কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন সম্রাট শাহজাহান।

 

মুঠোফোনে রিয়াজ আহমেদ জানান, পদ্মার বড় মাছের প্রতি তার আগ্রহ অনেক আগে থেকেই। তাই দাম যাই না কেন সুযোগ পেলেই তিনি এ ধরনের বড় মাছ কিনে থাকেন।

 

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মান অনেক ভালো হওয়ায় ক্রেতারা উচ্চমূল্যেও এগুলো কিনতে আগ্রহী। অনলাইনের কারনে ক্রেতা পেতেও তাদের সমস্যা হয়না। যে কারনে দাম যাই হোক তিনি এ ধরনের যে কোন বড়  মাছ পেলেই কিনে থাকেন।

 

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে নদীতে পানি কম থাকায় জালে বড় মাছগুলো ভালোই ধরা পড়ছে । ভালো দাম পেয়ে তারাও খুশি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।