Nabadhara
ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কিডনি জটিলতায় মাদ্রাসাছাত্রী রাফিয়ার মৃত্যু

জামালপুর প্রতিনিধি
মে ৪, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

 

জামালপুর সদর উপজেলার কামালখান হাট ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী রাফিয়া জান্নাত (১৬) কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার অকাল মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল রাফিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

 

রাফিয়ার বাড়ি জামালপুর সদর উপজেলার চরশি খলিফাপাড়া, কামালখান, তিতপল্লা এলাকায়।তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা যায় রাফিয়ার জানাজা নামাজ শনিবার (৪ মে) সকাল ১০টা ৩০ মিনিটে চর্শি খলিফাপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

 

মাদ্রাসার একজন শিক্ষক বলেন, রাফিয়া খুব শান্ত স্বভাবের এবং মেধাবী ছাত্রী ছিল। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

 

স্থানীয় বাসিন্দা তানভির রহমান জানান, রাফিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। এমন অসময়ে তার চলে যাওয়া সবাইকে ভীষণ কষ্ট দিয়েছে।

 

প্রতিবেশীরা বলেন, রাফিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।