Nabadhara
ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৫ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ‎

Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

‎ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায় ” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

১৭ মে শনিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনের খুলনা পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশে কর্মরত শিক্ষক,কেয়ারটেকার ও কর্মচারীবৃন্দ সহ তাদের পরিবারের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে তাদের যৌক্তিক দাবীগুলি তুলে ধরেন।এ সময়ে তারা প্রধান উপদেষ্টার প্রতি চলমান সংকট নিরসন এবং আগামী কোরবানী ঈদের আগে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনাও দেন তারা।

 

এ সময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ ইব্রাহিম,মাসুম বিল্লাহ্,আবু হুরাইরা,সুপারভাইজার মো ওলিয়ার রহমান সহ অন্যান্যরা। পরে শিক্ষক কেয়ারটেকার,কর্মচারী কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। সুপারভাইজার ওলিউর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।