Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিএনপির সমাবেশে রিজভী: তারেক রহমানের বৈঠক নিয়ে কারও জ্বালা সহ্য করব না

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১৪, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক কিছু রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে।

 

তিনি বলেন, “অনেকে এটা মেনে নিতে পারছে না। রমজান মাসে কি প্রচারণা করা যায়! ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হলে এর চেয়ে উপযুক্ত সময় আর নেই। এ সময় নির্বাচনের ঐতিহ্য রয়েছে। এপ্রিলে প্রচণ্ড গরম, ঝড়, হজ, কোরবানির মৌসুম থাকে।”শনিবার (১৪ জুন ২০২৫) বিকেলে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে কিছু দল উষ্মা প্রকাশ করেছে। তারা ১৯৭১ সালে জনগণের বিরোধিতা করেছে, ১৯৯১ সালে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলছে। তাদের রাজনীতি ভুলে ভরা, আর বিএনপির রাজনীতি ইতিবাচক।”

 

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “বেগম জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি। হাসিনার অন্যায়ের কাছে মাথা নত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে। তার মন্ত্রীরা দেশের টাকা পাচার করেছে, ব্যাংক খালি করেছে। এর দায় কি শেখ হাসিনার নেই?”

 

ভারতের ‘পুশ-ইন’ ইস্যুতে রিজভী বলেন, “প্রতিদিন সীমান্ত দিয়ে ভারতের কার্ডধারীসহ মানুষকে পুশ-ইন করা হচ্ছে। এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করলে ভারতকে এর দায় নিতে হবে।”

 

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

 

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।